খুলনার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

অনলাইন ডেস্কঃ

খুলনার বড়বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে বড়বাজারের তুলাপট্টিতে এ ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, বড় বাজার নদী সংলগ্ন দোকানে আগুন লেগেছে। দুপুর ১টা ৭ মিনিটে খবর পেয়ে আমাদের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে রওনা হয়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

বড় বাজারের এক ব্যবসায়ী লেন, বুধবার ১টার দিকে বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে অ্যালুমিনিয়ামের দোকানসহ ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনার বড়বাজারে আগুনদেশী টুয়েন্টিফোরনিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
Comments (0)
Add Comment