বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আগে ফিল্ডিংয়ে নেমে আফগানিস্তানকে চেপে ধরেই ইনিংসের সূচনা করে বাংলাদেশ। যার পুরোটা কৃতিত্ব তাসকিন আহমেদের। নিজের প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে হযরতুল্লাহ জাজাইকে ফেরান এই পেসার। অবশ্য চেপে ধরার শুরুটা হাসান মাহমুদ করেন। তার করা প্রথম ওভারে কোনো রানই আসেনি আফগান ওপেনারদের ব্যাট থেকে। ওয়াইড আর লেগবাই থেকে আসে ২ রান।
ষষ্ঠ ওভারে সাকিব আল হাসান ১১ রান দিলে এক উইকেটে ৩৯ রান আসে পাওয়ার প্লে থেকে। নবম ওভারে তার শিকার হয়ে রহমানুল্লাহ গুরবাজ ১৮ বলে ২৬ করে ফিরেন সাজঘরে।
১০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৭ রান।