অনলাইন ডেস্কঃ
সম্প্রতি মুক্তি পেয়েছে পাকিস্তানি সিনেমা ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’। প্রথবারের মত কোন পাকিস্তানি সিনেমা ১০০ কোটির ক্লাব অতিক্রম করে ইতিহাস গড়ল।
পাকিস্তানি চলচ্চিত্রের ইতিহাসে কোনো সিনেমা এর আগে ১০০ কোটির ক্লাব অতিক্রম করতে পারেনি।
পাকিস্তানের অনলাইন গণমাধ্যম ‘নিউজ৩৬০’- এ প্রকাশিত এক সংবাদে এমনটাই জানা গেছে।
চলতি বছরের ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’। সিনেমাটি মুক্তির দশ দিন পর ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। ছবি মুক্তি পাওয়ার আট দিনের মধ্যেই ছবিটি ৮০ কোটি রুপি উপার্জন করে। মুক্তির দশ দিন পরেই এই ছবি ১০৯ কোটি রুপি উপার্জন করে ইতিহাস সৃষ্টি করেছে।
‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’ ছবির পরিচালনা করেছেন বিলাল লসহরি। ২০১৩ সালে পরিচালক এই ছবি প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন।
চলতি বছরের ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’। এই ছবিটি ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মৌলা জাঠ’ নামের ক্লাসিক ঘরানার ছবির উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে।
বক্স অফিস থেকে এই ছবিটি পাকিস্তানি মুদ্রায় মাত্র ৭০ কোটি রুপি উপার্জন করেছিল। ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’ছবিটির এই সাফল্যের পর পাকিস্তানের চলচ্চিত্র নির্মাতারা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন।
উল্লেখ্য, ১০০ কোটি টাকার ক্লাবে ভারতীয় যে ছবিগুলো রয়েছে, সেই তালিকায় ‘দঙ্গল’, ‘পিকে’, ‘সঞ্জু’র মতো বলিউডের অনেক ছবি রয়েছে। ভারতের বক্স অফিসের পাশাপাশি বিশ্বদরবারেও সেই ছবিগুলো অনেক প্রশংসা লাভ করেছে।