কোনো পারফরমেন্স না দেখিয়ে, নিজেকে প্রমাণ না করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে গেছেন সৌম্য সরকার। সেটাও আবার তার পছন্দের ওপেনিং পজিশনে। চলতি বিশ্বকাপে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তকেই নিয়মিত দেখা যাচ্ছে ইনিংস শুরু করতে। টি-টোয়েন্টি ফরম্যাটে সৌম্য আর শান্তকে নিয়েই ওপেনিং চালিয়ে যেতে চান টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম।
প্রয়োজন শুধু ধারাবাহিকতার।
সৌম্যর কাছ থেকে সবসময়ই বিস্ফোরক ইনিংস চায় বাংলাদেশ। স্রেফ হিটিংয়ের ক্ষমতার ওপর ভরসা করেই তাকে জাতীয় দলে ফেরানো হয়েছে। আর কোনো কারণ নেই। বিশ্বকাপে নিজের সেই ক্ষমতার ঝলকও দেখিয়েছেন সৌম্য। কিন্তু বড় স্কোর করতে পারেননি। দেখাতে পারেননি ধারাবাহিকতা। সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন ১৪ বলে ১৪ রান। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ১৫ এবং গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দুই বল খেলে কোনো রান করতে পারেননি সৌম্য।
আরও দুটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। ভারত-পাকিস্তান দুই প্রতিপক্ষই সৌম্যর বেশ পছন্দের। এই দুই দলের বিপক্ষে সৌম্যর থেকে শুধু উড়ন্ত সূচনা নয়, বড় ইনিংসও দেখতে চাইবে সবাই। সৌম্যর উচিত নিজেকে উজার করে দিয়ে মুফতে পাওয়া এই সুযোগ কাজে লাগানো। কারণ, বাদ পড়ার পর এভাবে জাতীয় দলে ফেরার সুযোগ বারবার আসে না। জাতীয় দলের জার্সিতে সেই ভয়ডরহীন পুরনো সৌম্যকেই দেখতে চাইবে সবাই। লিটন দাস দুর্দান্ত ফর্মে ফিরেছেন, সৌম্য কেন পারবেন না?