ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা : বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম হত্যাচেষ্টার মামলায় একজনকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক সাদিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন।

একইসাথে ইউএনওর সাবেক বাগান মালি রবিউল ইসলাম রবিকে ১৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো নয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী ২০১৯ সালের ২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে তার বাড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।

তাদের প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ইউএনওকে ঢাকায় নিয়ে আসা হয়।

মামলার প্রধান আসামি রবিউলসহ আটজনকে গ্রেফতার করে পুলিশ।

ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ইমাম জাফর ২০১৯ সালের ২১ অক্টোবর রবিউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা : বাগান মালির ১৩ বছরের কারাদণ্ডদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment