দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬২ জন

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬২ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৬ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ। আজ কমে হয়েছে ১ দশামিক ৬৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪০ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫১ জন। শনাক্তের হার ১ দশমিক ৮১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশী টুয়েন্টিফোরদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬২ জন
Comments (0)
Add Comment