অনলাইন ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপায় ইউপি সদস্যের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে। পিতার জন্ম সনদের সংশোধনীর স্বাক্ষর আনতে গিয়ে ওই এসএসসি পরীক্ষার্থী ধষর্ণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ধর্ষিতা কিশোরীর মা সারুটিয়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেনের (৫৫) নামে শৈলকুপায় থানায় একটি মামলা করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝিনাইদহের শৈলকুপার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। তিনি কৃষ্ণনগর গ্রামের মৃত মোজাহার শেখের ছেলে।
মামলার এজাহার সূত্র জানা গেছে, ধর্ষিতা এসএসসি পরীক্ষার্থী তার বাবার জন্ম সনদ সংশোধনীর স্বাক্ষর আনতে যান ইউপি সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে। এ সময় ইউপি সদস্য স্বাক্ষর দেয়ার নামে তাকে দোতলায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনাটি ভুক্তভোগী কিশোরী পরিবারের নিকট জানালে তার মা লাভলী খাতুন শুক্রবার সন্ধ্যায় শৈলকুপা থানায় মামলা করেন।
এ ঘটনায় ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ঠাকুর দাস মণ্ডল জানান, ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ওই ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেনের নামে থানায় একটি মামলা হয়েছে। ইউপি সদস্য পলাতক রয়েছে বলেও জানান তিনি।