বিনোদন ডেস্ক: সম্প্রতি তিনি ‘অহঙ্কার’ ছবির শুটিং শেষ করেছেন। এখন ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলি। তিনি সংবাদ পাঠিকা থেকে এখন একজন চলচ্চিত্র তারকা। দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে উঠেছেন অল্প সময়ে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই শাকিবের বিপরীতেই দেখা গেছে এই নায়িকাকে।
শাকিব খানের সাথে ছবি করা প্রসঙ্গে বুবলি বলেন, শাকিব ছাড়াও অন্য নায়কদের বিপরীতে চলচ্চিত্র করার প্রস্তাব এসেছে এবং আসছে। এটি সবার জানা যে, শাকিব খানকে নিয়ে যে চলচ্চিত্রগুলো করা হয় সেগুলোর বাজেট থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো উন্নত থাকে। তাই শাকিবের সাথেই এখন পর্যন্ত অভিনয় করা হচ্ছে।
তিনি আরো বলেন, শাকিবের বিপরীতে ছাড়া আমি হয়তো অভিনয় করবো না। এটি ভুল ধারণা। আমি ইন্ডাস্ট্রিত পেশাদার অভিনেতা হিসেবে কাজ করছি। তাই সবার সাথেই আমি কাজ করতে চাই।