অনলাইন ডেস্ক:
অন্তর্জালে একটি ভিডিও এখন ভাইরাল। আপনারও চোখে পড়েছে হয়তো! জেমসের এক কনসার্টে চিত্রনায়ক সিয়াম আহমেদকে জোর করে প্রকাশ্যে চুমু খেয়েছেন এক তরুণী। এমন কাণ্ডে মেজাজ হারিয়ে সেই তরুণীকে চড় মেরেছেন নায়ক।
এই দৃশ্য একটি সিনেমার শুটিংয়ের। আর যে তরুণী নায়কের হাতে চড় খেয়েছেন তিনি চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বেশ বিপাকে নায়িকা। ভক্তদের অনুরোধ করেছেন ভুল না বুঝতে। সঙ্গে এটাও জানালেন সিয়ামের সেই চড়ে বেশ বেশ ব্যথা পেয়েছেন, গালও কেটে গেছে কিছুটা।
সুনেরাহর ভাষ্যে ভাইরাল ঘটনাটি এমন, ‘বিষয়টি খোলাসা করতে চাইনি আমরা। কিন্তু ভিডিওটি কে বা কারা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এটি আসলে একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য।’
আর সিয়ামের হাতে চড় খাওয়া প্রকাশ্যে নায়িকার ভাষ্য, ‘সিয়ামের চড়ে বেশ ব্যথা পেয়েছি। গালও কেটে গেছে কিছুটা।’
দীপংকর দীপনের পরিচালনায় ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’—এই মূলভাবনা নিয়ে আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’।