অনলা্ইন ডেস্ক:
পল্টন থানার মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ডিবির কার্যালয় থেকে তাদের ঢাকার সিএমএম আদালতে আনা হয় বলে জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী কামরুজ্জামান সুমন। তিনি বলেন, মির্জা ফখরুলকে আনার পরে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা(জিআরও) এসআই শাহ আলম এনটিভি অনলাইনকে বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। তবে কোন জামিনের আবেদন করা হয়নি। কিছুক্ষণের মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে তাঁদেরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাতে বাসা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ।