বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে, সতর্ক ‍অবস্থানে পুলিশ

অনলাইন ডেস্ক:

এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দলটির সমাবেশ চলছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই সমাবেশ শুরু হয়। এদিকে সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুলসহ সব গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছে।

প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের রাস্তা নাইটিঙ্গেল-ফকিরাপুলের মোড় বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেবেন। সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এছাড়া সঞ্চালনায় রয়েছেন ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু।

দেশী টুয়েন্টিফোরবিএনপির প্রতিবাদ সমাবেশ চলছেসতর্ক ‍অবস্থানে পুলিশ
Comments (0)
Add Comment