ইশরাককে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ

অনলাইন ডেস্ক:

সমাবেশ ঘিরে গোলযোগের ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনকে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে পুলিশ। গত ১১ ডিসেম্বর ইশরাকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ।

সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে গতকাল সোমবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার বলেন, ইশরাকসহ এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ ঘিরে এ নিয়ে মোট ৫টি মামলা হয়েছে। সমাবেশের আগে বিএনপি অফিসের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, শাহজানপুর ও রমনা থানায় ৪টি মামলা হয়, যাতে প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।

যাত্রাবাড়ীর এক মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আসামি করে বলা হয়েছে, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের আগের রাতে গোলাপবাগ ট্রাফিক পুলিশ বক্সের সামনে তারা গাড়ি ভাঙচুর করে এবং সাধারণ মানুষের চলাচলে বাধা দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়, বিএনপি-জামায়াতের কর্মীরা তখন ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

বোমাবাজির পাশাপাশি ভাঙচুর, পুলিশের কাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধরের অভিযোগে এই মামলায় ইশরাক হোসেনসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

ওই ১৮ জনের মধ্যে বিএনপির মো. নবীউল্লাহ নবী, পাভেল শিকদার, মো. জামসেদুল আলম শ্যামল, মো. জাকির হোসেন জিকু, রাইসুল হাসান হবির নাম রয়েছে। তবে এজাহারে জামায়াতের নেতাকর্মীদের কথা বলা হলেও তাদের কারো নাম নেই।

ইশরাককে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment