অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণহানি ৪

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় চারজন মারা গেছেন।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪), শাকিল মিয়া (৩৫) ও সোহেল মিয়া (২৫) ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ্য কোচ মাঝিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে নেওয়ার পথে সোহেল মিয়া মারা যান।

অটোরিকশায় বাসের ধাক্কাদেশী টুয়েন্টিফোরপ্রাণহানি ৪
Comments (0)
Add Comment