পুরান ঢাকার জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনলাইন ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারের আলু বাজারের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান।

রাকিবুল হাসান বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা আমরা এখনও জানতে পারিনি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

দেশী টুয়েন্টিফোরনিয়ন্ত্রণে ১০ ইউনিটপুরান ঢাকার জুতার কারখানায় আগুন
Comments (0)
Add Comment