অল্পতেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস, ফের ব্যাটিংয়ে ভারত

অনলাইন ডেস্ক:

সামনে এগিয়ে অক্ষরের বল মারতে গিয়ে আউট হলেন মেহেদী হাসান মিরাজ। তাতে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংস ফলোঅনে পড়েই শেষ করলো বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে তৃতীয় দিনে একটি সেশনও পার করতে পারলো না সাকিবের দল। ২৫৪ রানে পিছিয়ে থেকে গুটিয়ে গেল ১০ উইকেট। আর সাকিবরা ফলোঅনে পড়লেও ভারত সেটি না করিয়ে আবার ব্যাটিংয়ে নেমেছে।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়। দ্বিতীয় দিন শেষে আজ ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ১৭ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেছেন মুশফিকুর রহিম। এর বাইরে বলার মতো ব্যাটিং নেই কারো। তাতে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রান করলো সাকিবের দল।

গত ১৪ ডিসেম্বর শুরু হয়েছিল ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে আগে ব্যাট করে ১৩৩.৫ ওভারে ৪০৪ রান করেছিল ভারত। জবাবে গতকাল দুপুরে খেলেতে নেমে উইকেটে আসা-যাওয়ার মিছিল শুরু করেছিলেন সাকিব আল হাসোনেরা। শেষ পর্যন্ত ৫৫.৫ ওভার খেলে ১৫০ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

২৫৪ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পরে আবার ব্যাটে নেমেছে ভারত। তাতে বাংলাদেশকে ফলোঅন করাল না লোকেশ রাহুলের দল। ফলে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা উড়িয়ে এবার ভালো করার সম্ভাবনা তৈরি হয়েছে। বলে-ব্যাটে ভালো করতে পারলে ড্র করা অসম্ভব কিছু নয়। আর অঘটন ঘটাতে পারলে ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নিতে পারবে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের সংক্ষিপ্ত স্কোর :

তৃতীয় দিন চলছে—

প্রথম ইনিংসে ভারত : ১৩৩.৫ ওভারে ৪০৪/১০ (লোকেশ ২২, শুবমান গিল ২০, চেতেশ্বর পুজারা ৯০, বিরাট ১, পান্ত ৪৬, অক্ষর ১৪, শ্রেয়াস আইয়ার ৮৬, অশ্বিন ৫৮, কুলদীপ ৪০; মিরাজ ৩১.৫-৬-১১২-৪, তাইজুল ৪৬-১০-১৩৩-৪, ইবাদত ২১-২-৭০-১, খালেদ ২০-৩-৪৩-১, সাকিব ১২-৪-২৬-০, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০)।

প্রথম ইনিংসে বাংলাদেশ : ৫৫.৫ ওভারে ১৫০/১০ (শান্ত ০, জাকির ২০, ইয়াসির ৪, মুশফিক ২৮, সাকিব ৩, লিটন ২৪, সোহান ১৬, তাইজুল ০, মিরাজ ২৫, ইবাদত ১৭, খালেদ ০*; কুলদীপ ১৬-৬-৪০-৫, সিরাজ ১৩-২-২০-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, অক্ষর ৮.৫-৪-১০-১)।

২৫৪ রানের লিড পায় ভারত

দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত।

অল্পতেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংসদেশী টুয়েন্টিফোরফের ব্যাটিংয়ে ভারত
Comments (0)
Add Comment