যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে চিন্তার কিছু নেই : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের ওপর আর কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। তবে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয়, আবার তুলেও নেয়, এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

আজ মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তারা নিষেধাজ্ঞা দিয়েছিল, পরে আবার তুলেও নিয়েছে। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, অনেক বিষয়ে দুদেশের এনগেজমেন্ট আছে।’

বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ভ্রমণ সতর্কতা জারির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি তাদের দায়িত্ব এড়ানোর কৌশলও হতে পারে। যাতে তাদের নাগরিকরা একটু সতর্কভাবে চলাফেরা করে।’

মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে বলেই এ বছর আমরা প্রায় ১৬টি মিটিং করেছি। এটাতো সুসম্পর্কের জন্যই সম্ভব হয়েছে।’

বেশ কয়েকটি দেশে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে থাকা প্রবাসীরা নিজেদের বয়স কমাতে চান।’ অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইইউয়ের সঙ্গে বিনিয়োগ, রপ্তানি ও নলেজ প্রোগ্রাম ভিত্তিক টেকনোলজি বিষয়ে আমরা কাজ করছি। এ ছাড়া নতুন শ্রমবাজার হিসেবে রোমানিয়া, মাল্টাসহ আরও বেশ কয়েকটি দেশে আমাদের কর্মী পাঠানো শুরু হয়েছে।’

দেশী টুয়েন্টিফোরযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে চিন্তার কিছু নেই : পররাষ্ট্রমন্ত্রী
Comments (0)
Add Comment