মুন্সীগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড

অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জে মাদকসেবনের অভিযোগে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবুর রহমান দুজনকে কারাদণ্ড ও জরিমানার এই আদেশ দেন।

দুই মাদকসেবীর মধ্যে আনোয়ার হোসেনকে তিন মাস ও সাগর মল্লিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উভয়কে ১০০ টাকা করে জরিমানা করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভুইয়া এ তথ্য নিশ্চিত করেন।

মো. সাইফুল ইসলাম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা সদরের বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আনোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটী গ্রামে পৃথক অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সাগর মল্লিককে (৩০) গ্রেপ্তার করে। তখন তাঁর কাছে আট পুরিয়া গাঁজা পাওয়া যায় বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দেশী টুয়েন্টিফোরমুন্সীগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড
Comments (0)
Add Comment