অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জে মাদকসেবনের অভিযোগে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবুর রহমান দুজনকে কারাদণ্ড ও জরিমানার এই আদেশ দেন।
দুই মাদকসেবীর মধ্যে আনোয়ার হোসেনকে তিন মাস ও সাগর মল্লিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উভয়কে ১০০ টাকা করে জরিমানা করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভুইয়া এ তথ্য নিশ্চিত করেন।
মো. সাইফুল ইসলাম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা সদরের বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আনোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটী গ্রামে পৃথক অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সাগর মল্লিককে (৩০) গ্রেপ্তার করে। তখন তাঁর কাছে আট পুরিয়া গাঁজা পাওয়া যায় বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।