মেকআপ রুমে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সহ-অভিনেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (২০) ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে মুম্বাইতে একটি সিরিয়ালের শুটিং সেটে নিজের মেকআপ রুমে থেকে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার (২৪ ডিসেম্বর) মেকআপ রুমে অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান সহকর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তুনিশা।

মারা যাওয়ার কিছুক্ষণ আগেও শুটিং সেট থেকে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘তারা থামে না, যারা নিজের আবেগের কথা শোনে।’

এদিকে, এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর ঘটনায় তাঁর সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পুলিশ জানিয়েছে, শেজানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে।

‘ভারত কা বীর পুত্র’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা। মাত্র ২০ বছর বয়সী তুনিশা শর্মা অভিনয় দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁকে দেখা যায় ‘দাবাং ৩’ সিনেমায়।

দেশী টুয়েন্টিফোরমেকআপ রুমে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারসহ-অভিনেতা গ্রেপ্তার
Comments (0)
Add Comment