বৈদ্যুতিক লাইনে নববর্ষের ফানুস, ২ ঘণ্টা বন্ধের পর সচল মেট্রোরেল

অনলাইন ডেস্ক:

ইংরেজি নববর্ষের রাতে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ওড়ানো ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আজ রোববার ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকার পর  ফানুসগুলো অপসারণের পর ফের সচল হয় মেট্রোরেল চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশনার পরও ফানুস ওড়ানো হয়েছে। এতে আমাদের মেট্রোরেল চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার সচল হয়েছে।’

মেট্রোরেল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টির মত পোড়া ও আধাপোড়া ফানুস অপসারণ করা হয়েছে। সকালে ফানুসের বিষয়টি দৃশ্যমান হওয়ার পর থেকেই কর্মীরা সেগুলো অপসারণের কাজ করে।

২ ঘণ্টা বন্ধের পর সচল মেট্রোরেলদেশী টুয়েন্টিফোরবৈদ্যুতিক লাইনে নববর্ষের ফানুস
Comments (0)
Add Comment