অনলাইন ডেস্ক:
অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে বলিউড ভাইজান সালমান খানের। নিজ দেশ ভারত ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তার শুভাকাঙ্ক্ষী। কিছুদিন আগেই জন্মদিনে বাংলোতে এসে তাদের সঙ্গে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন নায়ক।
ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সঙ্গে এই বলি তারকার সম্পর্ক অনেক কাছাকাছি বলা যায়। তার জন্য কোনো ভক্তের পাগলামো কখনো দৃষ্টি এড়ায় না। এবার এক ভক্ত ১১০০ কিলোমিটার সাইকেল চালিয়ে এলেন প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদনে বলা হয়েছে, জব্বলপুর থেকে মুম্বাই, এই দীর্ঘ পথ সাইকেল চালিয়ে এসেছেন শুধু সালমানের সঙ্গে দেখা করার জন্য। তার নাম সমীর। নায়কের জন্মদিনে তাকে দেখার আশা নিয়ে এসেছিলেন।
ভক্ত সমীরের কষ্ট অবশ্য বিফলে যায়নি। সেই আশা পূর্ণ হয়েছে। ভক্তের সঙ্গে দেখা করেছেন সালমান। সাইকেলের সামনে দাঁড়িয়েই ফ্রেমবন্দি হয়েছেন তারকা ও সমীর।
সোশ্যালে ছড়িয়ে পড়া ছবিতে থাকা ভক্তের সেই সাইকেলে রয়েছে সালমানের ছবি। আবার এতে লেখা ‘বিইং হিউম্যান’।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালমান যখন জেনেছেন বাড়ির সামনে ওই ভক্ত দাঁড়িয়ে আছেন তখন আর সময় নেননি। নিচে নেমে ভক্তের সঙ্গে দেখা করেন।