ভারতে সিরিজ জিতল বাংলাদেশ হুইলচেয়ার প্রতিবন্ধী ক্রিকেট দল


স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট সাফল্যে যোগ হলো আরেকটি জয়ের মুকুট। ভারতের মাটিতে ভারতকে ২-১ ম্যাচে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। অদম্য এই টাইগাররা ১৫ এপ্রিল শনিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন হয়ে দেশে ফিরেছে।

বাংলাদেশ হুইলচেয়ার প্রতিবন্ধী ক্রিকেট দলটি বাংলাদেশ সীমান্তের আখাউড়া স্থলবন্দর চেকপোস্টে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। ভারতের দিল্লিতে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ এবং ভারতের ‘প্যারা স্পোর্টস ফাউন্ডেশন’ নামের প্রতিবন্ধী ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজটি হয়।

গত বুধবার দিল্লির আরডি রাজপাল স্কুল মাঠে সিরিজের প্রথম ম্যাচে ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলকে ৮১ রানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতকে ২৫২ রানের লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৮১ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। শুক্রবার শেষ ম্যাচে ১৫৬ রানে ভারতকে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ হুইলচেয়ার প্রতিবন্ধী ক্রিকেট দল।

বুধবার সিরিজের প্রথম ম্যাচে দলের পক্ষে শারীরিক প্রতিবন্ধী শফিকুল ইসলাম ৪৮ বল খেলে ১১টি ছক্কা ও ২০টি চারের সাহায্যে ১৪৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল দেশে ফেরার পথে আখাউড়া স্থলবন্দর সীমান্তে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো. হেদায়েতুল আজিজ এবং প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মো. হাবিব মোল্লা ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।

শনিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন হয়ে বাংলাদেশ হুইলচেয়ার প্রতিবন্ধী ক্রিকেট দলটি বিজয় বেশে বাংলাদেশ সীমান্তের আখাউড়া স্থলবন্দর চেকপোস্টে এসে পৌঁছায়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তখন তাদের মিষ্টিমুখ করানো হয়। আখাউড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।
গত ১০ এপ্রিল সকালে বাংলাদেশ হুইলচেয়ার শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ১৫ সদস্যসহ ২১ সদস্যের একটি দল আখাউড়া স্থলবন্দর সীমান্তপথে ভারতে গিয়েছিল।

Related News : Wheelchair disabled cricket team won the series in India, Bangladesh

BangladeshIndiaWheelchair disabled cricket team won the series in India
Comments (0)
Add Comment