অনলাইন ডেস্ক:
রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার চিকলি দেওয়ালি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাওয়া একটি বাসের সঙ্গে সৈয়দপুর থেকে রংপুরের দিকে যাওয়া আরেকটি বাসের সংঘর্ষ হয়। একটি মাইক্রোবাসকে ওভারটেকের সময় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।