অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছে। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি রেলকক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহতের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে। গুরুত্বর আহত পাঁচ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’