কক্সবাজার সদর থানায় স্ত্রীর বিরুদ্ধে আরজে কিবরিয়ার জিডি

অনলাইন ডেস্ক:

কক্সবাজার সদর মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে এ জিডি করেন তিনি।

রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকারের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তবে স্বামী-স্ত্রীর মধ্যে ঘটনার বিষয়ে কিছু বলেননি তিনি।

জানা যায়, গতকাল বুধবার সস্ত্রীক কক্সবাজারে বেড়াতে আসেন আরজে কিবরিয়া। পরে সাইমন হোটেলে ওঠেন তাঁরা। আজ বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে জাতীয় পরিষেবা ৯৯৯-এ কল দেন আরজে কিবরিয়া। পরে এ ঘটনায় সদর থানায় জিডিটি করেন তিনি।

এ ব্যাপারে আরজে কিবরিয়ার মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তাই সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কক্সবাজার সদর থানায় স্ত্রীর বিরুদ্ধে আরজে কিবরিয়ার জিডিদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment