অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন ওহাব রিয়াজ। তাঁর দল খুলনা ভালো না করলেও ওহাব আলো ছড়াচ্ছেন ঠিকই। এর মধ্যেই নতুন সুখবর পেলেন পাকিস্তানি তারকা। বিপিএল খেলাকালীনই পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী হওয়া বার্তা পেয়েছেন ওহাব। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওহাব। বিপিএল শেষে পাকিস্তানে ফিরলেই মন্ত্রিত্বের পদে শপথ নেবেন তিনি।
মন্ত্রীত্বের শপথের পাশাপাশি বিপিএল শেষে ক্রিকেটেও ফের ব্যস্ততা শুরু হবে ওহাবের। তিনি দেশটির ঘরোয়া লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন। পেশওয়ার জালমির হয়ে খেলবেন এই পাকিস্তানি তারকা। সেই সঙ্গে ক্রীড়ামন্ত্রী হিসাবেও নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালন করার কথা তাঁর।
ক্রীড়ামন্ত্রী হিসাবে ওহাবের নিয়োগের কথা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নকভি। আগামী তিন-চার মাসের মধ্যে পঞ্জাবের বিধানসভা ভোট হওয়ার কথা। তত দিন পর্যন্ত ক্রীড়ামন্ত্রী থাকতে পারবেন ওহাব। তবে জায়গা ধরে রাখতে পরের বার ভোটে জিততে হবে তাঁকে।