ফ্ল্যাটে ছিল শুধু ডলারের পর ডলার

নাইজেরিয়ার লাগোস শহরের একটি খালি ফ্ল্যাট থেকে ৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান আও ওককে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির অর্থনৈতিক অপরাধ বিষয়ক কমিশন ইএফসিসি জানিয়েছে, গত সপ্তাহে তারা নোংরা পোষাক পরিহিত এক নারীকে ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে ব্যাগ নিয়ে কয়েকবার যাতায়াত করার খবর পায়। এরপরই তারা ওই ভবনের চার রুমের ফ্ল্যাটটিতে অভিযান চালায়।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা ওই ফ্ল্যাট থেকে ৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের পাশাপাশি ২ কোটি ৩০ লাখ নাইরা, ২৭ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড উদ্ধারে করেছে। এই অর্থ ওকের নেতৃত্বাধীন গোয়েন্দা সংস্থার মালিকানায় ছিল ।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন গোপন অভিযানের ব্যয় হিসেবে ফ্ল্যাটটিতে ওই অর্থ জমা করা হয়েছিল।
তবে এ ব্যাপারে আও ওক বা তার দপ্তর কিছুই জানায়নি। প্রেসিডেন্ট বুহারি এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিন সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনবাজো।

43 million cash in nigerian apartment43 million cash usd in empty apartment
Comments (0)
Add Comment