মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে ইরান। এই দেশটি মধ্যপ্রাচ্যের সব সমস্যার মুল এবং সেখানে মার্কিন স্বার্থ ক্ষুন্ন করছে । মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানের কাছে লেখা চিঠিতে তিনি এ কথা বলেছেন।
টিলারসন বলেছেন, ‘বাধা না দিলে ইরান হয়ে উঠতে পারে উত্তর কোরিয়ার মতো এবং বিশ্বকে তার মতোই বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।’
তিনি জানিয়েছেন, ২০১৫ সালে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে যে চুক্তি হয়েছিল তা তেহরান মেনে চলছে। তবে দেশটির কারণে সিরিয়া, ইয়েমেন, লেবানন ও ইরাকে মার্কিন স্বার্থ ক্ষুন্ন হচ্ছে।
এদিকে সৌদি আরব সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিসও টিলারসনের সুরে কথা বলেছেন। সৌদি নেতৃত্বাধীন জোট যে ইয়েমেনে দিনের পর দিন বিমান হামলা করে যাচ্ছে সেই ইয়েমেনের অস্থিতিশীলতার জন্যও ইরানকে দায়ী করেছেন ম্যাট্টিস।
এ ব্যাপারে ইরান এখনও মন্তব্য করেনি। তবে দেশটি বারবার দাবি করে আসছে, তারা কখনোই পরমাণবিক বোমার উন্নয়নে কাজ করেনি।