নগরীর শত শত দোকানপাট, বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে। ভোর থেকে শুরু হওয়া এই বর্ষণ সকাল ১১টার দিকে কমে আসে। নগরীর কোথাও হাঁটু পানি আর কোথাও কোমর জমেছে।
সকাল থেকে ঘুরে দেখা গেছে, মহানগরীর বহদ্দারহাট, চান্দগাঁও, চকবাজার, দুই নম্বর গেট, মুরাদপুর, বাকলিয়া, দামপাড়া ওয়াসা, জিইজি মোড়, অক্সিজেন, বায়েজিদ, আগ্রাবাদসহ অর্ধশতাধিক পয়েন্টে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমে গেছে। পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চান্দগাঁও, চকবাজার, তেলিপট্টি, বাদুরতলাসহ বিভিন্ন এলাকার বহু বাড়িতে পানি ঢুকে পড়েছে।
একই সাথে অনেক এলাকায় মারাত্বক খাদ তৈরি হয়েছে রাস্তায় যার কারনেও যাতায়ত ব্যবস্থা ব্যহত হচ্ছে: