সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:

রাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ফোনে ডেকে নিয়ে ইউনুস আলী (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাস পাড়ার হুন্দাই প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী চক কোবদাস পাড়ার গুটু সেখের ছেলে। তিনি পেশায় কাঁচামালের ব্যবসায়ী ছিলেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানান, চক কোবদাস পাড়ার সফর আলীর ছেলে মমিনুল ইসলাম (বড় গ্যাদা) ইউনুস আলীর কাছে কিছু টাকা ধার নেন। সেই টাকা চাওয়ায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় পৌর চক কোবদারপাড়ার হুন্দাই প্রজেক্টের ভেতরে ডেকে নিয়ে যায় মমিনুল ইসলাম। পরে পূর্বপরিকল্পিতভাবে ধারাল অস্ত্র দিয়ে সেখানে কুপিয়ে আহত করে ইউনুস আলীকে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে আহত অবস্থায় ইউনুস আলীকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

দেশী টুয়েন্টিফোরসিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Comments (0)
Add Comment