বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে ১৮ শরণার্থীর মরদেহ

অনলাইন ডেস্ক:

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাকে ১৮টি মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া ৫ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ট্রাকটির ভেতরে একটি গোপন কক্ষ বানিয়ে লুকিয়ে শরণার্থী ও অভিবাসীদের বহন করছিল। খবর আল-জাজিরার।

স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ বলেন, জীবিত উদ্ধার হওয়া ৩৪ জনের মধ্যে ৫টি শিশু রয়েছে। তাদের দ্রুত রাজধানীর হাসপাতালগুলোয় নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল।

মেদজিদিয়েভ সাংবাদিকদের বলেন, ট্রাকে বদ্ধ অবস্থায় থাকায় তাদের অক্সিজেনের অভাব ছিল। শীতে তারা জমে গিয়েছিলেন। শরীর ছিল ভেজা। কয়েক দিন ধরে তারা খেতে পাননি।

ট্রাকটি রাজধানী সোফিয়ার একটি মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ছিল। চালক সেখানে ছিলেন না। তবে কাঠবোঝাই ট্রাকটির একটি গোপন কক্ষে থাকা আরোহীদের সন্ধান পায় পুলিশ।

সন্ধান পাওয়া এসব লোকজনের জাতীয়তা তাৎক্ষণিক প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পলাতক ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মধ্যপ্রচ্য ও আফগানিস্তান থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে শরণার্থী ও অভিবাসীরা বুলগেরিয়াকে উপযুক্ত রুট হিসেবে ব্যবহার করে থাকেন। তবে তাদের অধিকাংশই দেশটিতে থাকেন না। প্রায়ই পাচারকারীদের মাধ্যমে তারা পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোয় যাওয়ার চেষ্টা করেন।

দেশী টুয়েন্টিফোরবুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে ১৮ শরণার্থীর মরদেহ
Comments (0)
Add Comment