অনলাইন ডেস্ক:
ইউক্রেনে ‘যুদ্ধ বাঁধিয়ে’ রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ অভিযোগ করেছেন।
কমলা হ্যারিস বলেন, ইউক্রেনে রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে ‘যথাবিহিতভাবে নির্ধারণ’ করেছে তার দেশ।
তবে রাশিয়া বরাবরই ইউক্রেন আগ্রাসনে কোনও ধরনের মানবতাবিরোধী অপরাধ করার কথা অস্বীকার করে আসছে।
কিন্তু কমলা হ্যারিস তাঁর ভাষণে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হত্যাযজ্ঞ, নির্যাতন, ধর্ষণ এবং মানুষজনকে বিতাড়নের ভয়াবহ সব কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার এসব অপরাধের হোতাদেরকে জবাবদিহি করতে হবে। তাদের কর্মকাণ্ড আমাদের সাধারণ মূল্যবোধ এবং মানবতার ওপর আক্রমণ।’
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও হ্যারিসের কথায় সায় দিয়ে রাশিয়া সম্পর্কে একইরকম অভিযোগ করেন।
সম্মেলনে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মস্কো গণহত্যার যুদ্ধ চালিয়েছে। কারণ, ‘সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনীয়দের অস্তিত্ব থাকার’ বিষয়টি তারা চিন্তাই করেনি।
বিবিসি জানায়, এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সমবেত বিশ্ব নেতাদের বক্তব্যে প্রাধান্য পাচ্ছে ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক।
সম্মেলনের ভাষণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের জন্য সামরিক সহায়তা দ্বিগুণ করতে নেতাদের আহ্বান জানিয়েছেন।
অন্যান্য দেশ কিয়েভকে জেট দিলে সেই দেশগুলোকেও যুক্তরাজ্যের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সুনাক বলেন, ‘ইউক্রেনের জন্য সামরিক সহায়তা দ্বিগুণ করার সময় এখনই।’