রমজানে এক কোটি ৬০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে টিসিবি

অনলাইন ডেস্ক:

আসন্ন রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল (ভোজ্যতেল) কিনবে সরকার।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সাঈদ মাহবুব আরও বলেন, টিসিবির জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা।

দেশী টুয়েন্টিফোররমজানে এক কোটি ৬০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে টিসিবি
Comments (0)
Add Comment