অনলাইন ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণায় গিয়ে ১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটির মায়ের করা মামলায় মো. দেলোয়ার তালুকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১১ মার্চ) দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণা চালাতে দেলোয়ার তালুকদারসহ ১০ থেকে ১৫ জন কর্মী বরকুতিয়া গ্রামে যান। একপর্যায়ে তারা চায়ের দোকানে চা খাওয়ার বিরতি নেন। এ সময় দেলোয়ার তালুকদার পাশের বাড়িতে গিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালায়। এরপর শিশুটির চিৎকার দিলে তিনি দৌড়ে পালিয়ে যান।
শিশুটির মা বলেন, ‘আমি কৃষি কাজের জন্য ক্ষেতে যাই। এই ফাঁকে ঘরে ঢুকে আমার মেয়েকে যৌন নিপীড়ন করে দেলোয়ার। আমি সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতেই আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’