অনলাইন ডেস্ক:
জনপ্রিয় চিত্রনায়ক মামনুন ইমন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় ঢাকাই চলচ্চিত্রে। এরপর ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ও ‘আগামীকাল’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি।
চিত্রনায়ক ইমন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। সেখানে প্রায়ই ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন কথা তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় এবার এক স্ট্যাটাসে জানালেন—কিছু চাওয়ার থাকলে নামাজ পরে গোপনে আল্লাহর কাছে চাওয়া উচিত।
সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এমনটা জানান ইমন। সেখানে তিনি বলেন, ‘অনেকেই আছেন কিছু না বুঝেই ফেসবুকে অনেক কিছু চেয়ে বসে। এটা মস্ত বড় শিরক।’
এরপরই তিনি বলেন, ‘কিছু চাওয়ার থাকলে নামাজ পরে গোপনে আল্লাহর কাছে চান। উনি একমাত্র দেয়ার মালিক।’
অভিনেতার এ কথা নেটিজেনদের মনে ধরেছে। সেটা তার স্ট্যাটাসের মন্তব্যের ঘরে চোখ রাখলেই স্পষ্ট। পাশাপাশি নেটিজেনরা বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকার এ স্ট্যাটাস।