অনলাইন ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগর মহাসড়কে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে চক শ্যামনগর ঈদগাহ মাঠের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রাহিদুল এবং একই গ্রামের বিজন। রাহিদুল যশোরে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে বিজন ও রাহিদুল মোটরসাইকেল দিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে চক শ্যামনগর ঈদগাহ মাঠের এলাকায় একটি মেহগনি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তারা পাশের ধানক্ষেতে ছিটকে পড়েন। পরে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় কৃষকরা। এরপর মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল এবং সদর থানার পুলিশ সদস্যরা এসে মরদেহগুলো উদ্ধার করে।
মেহেরপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আজমাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি থাকার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছ। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’