অনলাইন ডেস্ক:
মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১১ নম্বর স্টেশন যাত্রী ওঠানামার জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) স্টেশন দুটি খুলে দেওয়া হয়।
এ মাসের শেষের দিকে মেট্রোরেলের শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু হওয়ার কথা রয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
ডিমটিসিএলের তথ্যমতে, চলতি বছরের জুলাই থেকে পুরোপুরি শুরু হবে মেট্রোরেল চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।
এর আগে মেট্রোরেলের উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন চালু হয়।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬ এর উত্তরা উত্তর (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।