অনলাইন ডেস্ক:
কনমেবল বিচ সকার কোপা আমেরিকা ২০২৩ এর সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। টুর্নামেন্টটির গ্রুপ পর্বে দুই দল একই গ্রুপে খেললেও শেষ চারের টিকিট নিশ্চিত হয়েছে স্বাগতিক আর্জেন্টিনা ও টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়ন ব্রাজিলের।
ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (১৮ মার্চ) প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় আর্জেন্টিনার স্টেডিও অ্যারেনায় গড়াবে ম্যাচটি।
পরের দিন (১৯ মার্চ) স্বাগতিক আর্জেন্টিনা নামবে কলম্বিয়ার বিপক্ষে। ফাইনালে ওঠার ম্যাচটি মাঠে গড়াবে রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায়। এই ম্যাচটিও গড়াবে স্টেডিও অ্যারেনায়।
কনমেবল বিচ সকার কোপা আমেরিকার আগের তিন আসরের মধ্যে ২০১৬ ও ১৮ সালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরের শিরোপা তুলে প্যারাগুয়ে। আর্জেন্টিনা এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল খেলছে।