অনলাইন ডেস্ক:
আজ ঐতিহ্যের এল ক্লাসিকো। লা লিগায় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত দুইটায় লস ব্লাঙ্কোদের আতিথ্য দেবে ব্লগরানাররা। লিগে জাভি হার্নান্দেজ শীষ্যদের বিপক্ষে মৌসুমে ডাবল জয়ের হাতছানি কার্লো আনচেলত্তি শীষ্যদের।
দুই সপ্তাহের ব্যবধানে আরো একবার মাঠের লড়াইয়ে উত্তাপ ছড়াতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। প্রস্তুত ক্যাম্প ন্যু। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা লস ব্লাঙ্কোদের আতিথ্য দেবে লিগ লিডার ব্লগরানাররা। ঐতিহ্যের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ভাবনায় মর্যাদার মুকুট।
রিয়ালের চেয়ে নয় পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাই ২০১৯ সালের পর প্রথম লা লিগা শিরোপা জয়ে এ ম্যাচ গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। দারুণ ছন্দে জাভি হার্নান্দেজ শীষ্যরা। লিগে ২৫ ম্যাচে জয় ২১টি।
তবে ইনজুরিতে শঙ্কায় ওসমান দেম্বেলে ও পেদ্রি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন রোনাল্ড আরাউহো। যদিও লিগে দুরন্ত ফর্মে রবার্ট লেভানদোভস্কি। ১৫ করে সবাইকে ছাড়িয়ে পোলিশ তারকা। আর ন্যু ক্যাম্পে কোচ হিসেবে প্রথম ম্যাচ রাঙিয়ে রাখতে চান জাভি হার্নান্দেজ।
বার্সা কোচ জাভি বলেন, আমার মনে হয় সবসময়ের চেয়ে এইবার রিয়াল আরও বেশি আক্রমণাত্বক খেলবে। সমর্থকদের সঙ্গে সঙ্গে আমাদের জন্যও এটা ভালো।
টানা দুই এল ক্লাসিকো হেরে ব্যাকফুটে রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় মৌসুমে ডাবল জয়ের সুযোগ কোচ কার্লো আনচেলত্তির। শেষ ম্যাচে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্টরা। যা এল ক্লাসিকোর আগে বাড়তি আত্ববিশ্বাস।
ইনজুরিতে সাইড লাইনে থাকতে হবে ডেভিড আলাবাকে। তবে ফিরছেন অরিলিয়েন চৌয়ামেনি। পুরোপুরি ফিট হয়ে উঠেছেন কারিম বেনজেমাও। ম্যাচের আগে ভিন্ন কৌশলে ইতালিয়ান ট্যাকটিশিয়ান।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমাদের বার্সেলোনাকে সিংহের মতো দেখা প্রয়োজন, বিড়ালের ভূমিকায় নয়। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে।