রমজানে ওমরা পালনে সৌদিতে বসবাসকারীদের জন্য নতুন নির্দেশনা 

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে বসবাসকারীদের হজ পালনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। পবিত্র রমজান মাসে যারা ওমরা পালন করতে চায় তাদেরকে ১০ রমজানের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। খবর সৌদি গেজেট

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ১০ রমজানের মধ্যে আবেদন না করলে ওমরা পালনের জন্য আর সুযোগ দেওয়া হবে না। রমজানের মধ্যে ওমরা পালন করতে হলে ১০ রমজানের মধ্যেই আবেদন করতে হবে।

গত ৫ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবে বসবাসকারীদের জন্য এ নিয়ম চালু করা হয়। রমজানের মধ্যে দেশটিতে বসবাসকারী নাগরিকদের জন্য এমন নিয়মে রয়েছে।

সৌদিতে বসবাসকারীদের জন্য রমজান মাসে হজ করতে আবেদনের জন্য এই লিংকে https://localhaj.haj.gov.sa/ যেতে বলা হয়েছে। এছাড়া Nusuk app থেকেও আবেদন করা যাবে বলে সৌদি গেজেট এর প্রতিবেদনে বলা হয়েছে।

দেশী টুয়েন্টিফোররমজানে ওমরা পালনে সৌদিতে বসবাসকারীদের জন্য নতুন নির্দেশনা
Comments (0)
Add Comment