অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রীজ নামক এই দুঘর্টনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রীজের এলাকায় ওই মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি অজ্ঞাত গাড়ি। মোটরসাইকেলে চালকসহ দুই যুবক ছিল। দু’জনই ঘটনাস্থলে মারা গেছে। তবে কি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে তা জানাতে পারেনি।