অনলাইন ডেস্ক:
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে থেকে নামার সময় ইট বহনকারী একটি ট্রাক ব্রেক ফেল করে। এতে ট্রাকটির সামনে থাকা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। মাইক্রোবাসটি সামনে থাকা একটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস, প্রাইভেটকার ও একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় সিএনজিতে থাকা দুই যাত্রীসহ তিনজন আহত হয়েছেন।
গত মঙ্গলবার (৯ মে) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক।
এনামুল হক বলেন, কোনোভাবে ফ্লাইওভারের ঢাল থেকে নামার সময় ইট বোঝাই একটি ট্রাক ব্রেক ফেল করে। পরে ট্রাকটি মাইক্রোবাস, প্রাইভেটকার ও সিএনজিতে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা তিনজন আহত হয়। তবে, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
এনামুল হক আরও বলেন, এ ঘটনার পর ট্রাকচালক ও চালকের সহকারী পালিয়েছেন। তবে, ট্রাকটি আমরা জব্দ করেছি। আর দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনগুলো রাস্তা থেকে সরানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে, অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।