রাজধানীতে দেখা মিলল বৃষ্টির

অনলাইন ডেস্ক:

দেশজুড়ে গত কয়েকদিন ধরে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ আদায়েরও খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতি আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে দেশের আকাশে মেঘ জমতে দেখা যায়। একপর্যায়ে সকাল ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

দীর্ঘ দিন পর বৃষ্টি নামার কারণে কিছুটা স্বস্তি বোধ করছেন রাজধানীবাসী। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমবে বলেও আশা করছেন তারা।

এদিকে তাপদাহের কারণে আজ বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়া আগেই এদিন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্কুলের প্রাথমিক পর্যায়ের শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরমান আহমেদ বলেন, ‘গত কয়েকদিন তীব্র গরমের কারণে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। আজকের বৃষ্টিতে গরম কিছুটা কমবে মনে হচ্ছে।’

দেশী টুয়েন্টিফোররাজধানীতে দেখা মিলল বৃষ্টির
Comments (0)
Add Comment