রাতে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ যে দল

অনলাইন ডেস্ক:

লাতিন আমেরিকার দেশ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরদিন মাঠে নামছে লাতিনের আরেক দেশ ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ সেনেগাল। মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত ১টায় লিসবনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথম প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল শিবিরে। দুই ম্যাচ আর ৬ মাস পর জয় বলে কথা। তিন দিনের ব্যবধানে আবারও আফ্রিকান প্রতিপক্ষ পাচ্ছে ব্রাজিল। বার্সেলোনার পর লিসবনে এবার সেলেসাওদের পরীক্ষার নাম সাদিও মানের সেনেগাল।

তবে এ ম্যাচে ভিনি-রদ্রিগো জুটির রসায়ন থেকে বঞ্চিত হতে পারেন দর্শকরা। হাঁটুর ইনজুরিতে সোমবার অনুশীলন মিস করেছেন ব্রাজিলিয়ান নাম্বার ইলাভেন রদ্রিগো। শেষ পর্যন্ত রিয়াল তারকা ফিট না হলে তার জায়গা নিতে পারেন ২৬ বছর বয়সি জেনিথ সেন্ট পিটার্সবার্গ উইঙ্গার ম্যালকম।

যদিও ম্যাচ নয়, সংবাদ সম্মেলনে ব্রাজিল দলকে বেশি কথা বলতে হয়েছে সম্ভাব্য নতুন কোচ আনচেলত্তিকে নিয়ে।

ব্রাজিলের অন্তর্বর্তী কোচ র‍্যামন মেনেজেস বলেন, জানতাম অবধারিতভাবে প্রশ্নটা আসবে। কিন্তু আমি আমার দল নিয়ে মনযোগি। আসলে এ নিয়ে কথা বলার আমি কেউ নই। সিবিএফ প্রেসিডেন্টই ভালো বলতে পারবে। আপাতত খেলাটা খেলতে দিন।

ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকেতা বলেন, নতুন কোচের ইস্যুটি দলে কোন প্রভাব ফেলছে না। এটা সত্যি সম্ভাব্য কোচ নিয়ে নিজেদের মধ্যে কথা হয়। তবে নিজেদের কাজের ব্যাপারে আমরা সচেতন।

ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আফ্রিকার সেরা সেনেগাল। যদিও শনিবার তাদের ১-১ গোলে রুখে দিয়েছিলো বেনিন। তবে প্রীতি ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে সম্প্রীতির বার্তা কোচ সিসের কন্ঠে।

সেনেগাল কোচ অ্যালিউ সিসে বলেন, একুশ শতকে এমন বর্ণবাদী আচরণ সত্যি দুঃখজনক। তবে আমরা জানি, আমরা কে? কোথা থেকে এসেছি। স্টেডিয়ামে আসা পুরো ৪০ হাজার দর্শকও যদি আমাকে উদ্দেশ্য করে বানর বলে তাতে আমার কিছু যায় আসে না। কালো হয়ে আমি গর্বিত।

সবশেষ ২০১৯ সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল সেবারের প্রীতি ম্যাচ।

দেশী টুয়েন্টিফোরপ্রতিপক্ষ যে দলরাতে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল
Comments (0)
Add Comment