আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ভিন্ন পরিকল্পনা

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার (৫ জুলাই)। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজটিতে পেস–সহায়ক উইকেটে খেলতে যাচ্ছে স্বাগতিকরা।

সেই লক্ষ্যে সাগরিকায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে চারটি পিচে অনুশীলন করছেন, তাতে ঘাস রাখা হয়েছে। ঘাস আছে আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচের উইকেটেও।

আফগানিস্তানের বিপক্ষে এই মাঠে গত বছরও একই কৌশলে খেলেছিল বাংলাদেশ দল। সবুজ উইকেট ছিল সেই সিরিজেও। টাইগাররা সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল। এবারও তাই সফরকারী দলটিকে সবুজ উইকেটে গতি দিয়ে উড়িয়ে দিতে চায় বাংলাদেশ।

মঙ্গলবার (৪ জুলাই) সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘উইকেট ভিন্ন। ঘাস রেখে দেয়া হয়েছে। চট্টগ্রামে সাধারণত ব্যাটিং উইকেট হয়। এখানেও তেমনই হবে আশা করছি। তবে দুই দলের জন্য প্রথম ১০-১৫ ওভার একটু চ্যালেঞ্জিং হবে।’

এই সিরিজ দিয়ে বাংলাদেশ দলের পেসারদের একটা পরীক্ষা হয়ে যাবে। টিম ম্যানেজমেন্ট চাইছে পেসারদের ঘুরিয়ে–ফিরিয়ে খেলাতে। টাইগার কাপ্তানরে কথা অনুযায়ী তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলামদের প্রত্যেকেই আফগানিস্তান সিরিজে খেলার সুযোগ পাবেন।

তামিম ইকবাল বলেন, ‘পেসারদের মধ্যে সবাই ভালো করছে। এখানে হয়তো চেঞ্জ হতে পারে। তিন ম্যাচে হয়তো ভিন্ন পেস বোলিং কম্বিনেশন দেখতে পারবেন।’

 

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ভিন্ন পরিকল্পনাদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment