অনলাইন ডেস্ক:
ফুটবল মাঠে ব্রাজিল সবসময়ই প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের জাতীয় দল মাঠের পারফরম্যান্সে চমক দেখাতে না পারলেও দেশটির যুবদল নিজেদের দাপট ধরে রেখেছে। বুধবার (৫ জুলাই) কোপা ২ ডি জুলহোতে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ব্রাজিলের যুবারা। একাডেমিয়া জুয়ার্তেকে ১১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।
১১ গোলের লজ্জা দিয়ে জুয়ার্তেকে উড়িয়ে নয় পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিলের যুবারা। ব্রাজিলের হয়ে রজার ৪টি, ফার্নান্দো ৩টি, ন্যাডসন ২টি, পেদ্রো পাওলো এবং মিগুয়েল একটি করে গোল করেন।
ম্যাচের দুই মিনিটে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন রজার। এর কিছুক্ষণ পরই ব্রাজিলকে ২-০তে এগিয়ে নেন পেদ্রো। ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ন্যাডসন। দাপুটে ফুটবলে প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্রাজিলকে আরও এগিয়ে নেন মিগুয়েল। ব্রাজিলের পক্ষে ১১তম গোলটি করেন ফার্নান্দো।