অনলাইন ডেস্ক:
মানহানিকর বক্তব্যের মাধ্যমে হাসপাতালের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল হাসপাতালের পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার মাধ্যমে স্বাভাবিক প্রসব করাতে কুমিল্লা থেকে এসে গত ৯ জুলাই সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তানসম্ভবা আঁখি। তবে ড. সংযুক্তা তখন ছিলেন বিদেশে। সেদিন ড. সংযুক্তার সহকারী চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর পর মারা যায় আঁখির সদ্যোজাত সন্তানটি। আঁখির অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ১৮ জুন।
এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমণ্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে যে মামলা করেন তাতে চিকিৎসক শাহজাদী, মুনা ও ডা. মিলি’র পাশাপাশি চিকিৎসা সহকারী জমির, এহসান ও হাসপাতালের ব্যবস্থাপক পারভেজকে আসামি করা হয়।