অনলাইন ডেস্ক:
২০২২-২৩ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ইউরোপ সেরা ১০ জন ফরোয়ার্ডের তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন। যেখানে শীর্ষস্থানে রয়েছেন পিএসজি ও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
আসুন দেখে নেই তালিকার সেরা দশে কারা আছেন-
১. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
২০২২-২৩ মৌসুমে পিএসজির হয়ে ৫৫ গোল করেছেন ১৪ অ্যাসিস্ট। পিএসজির হয়ে জিতেছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা।
২. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
২০২২-২৩ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২৫ গোল করেছেন ২৬ অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের শিরোপা।
৩. লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা)
২০২২-২৩ মৌসুমে পিএসজির হয়ে ৩৯ গোল করেছেন ২৫ অ্যাসিস্ট। আর্জেন্টিনার হয়ে জিতেছেন ফুটবল বিশ্বকাপ, পিএসজির হয়ে জিতেছেন ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ট্রফি দেস চ্যাম্পিয়ন শিরোপা।
৪. মোহাম্মদ সালাহ (মিশর/লিভারপুল)
২০২২-২৩ মৌসুমে লিভারপুলের হয়ে ১৯ গোল করেছেন ১৩ অ্যাসিস্ট।
৫. অঁতোয়ান গ্রীজম্যান (ফ্রান্স/অ্যাথলেটিকো মাদ্রিদ)
২০২২-২৩ মৌসুমে অ্যাথলেটিকোর হয়ে ১৬ গোল করেছেন ১৭ অ্যাসিস্ট।
৬. মার্কাস রাশফোর্ড (ইংল্যান্ড/ম্যানচেস্টার ইউনাইটেড)
২০২২-২৩ মৌসুমে ম্যানইউর হয়ে ৩৪ গোল করেছেন ১২ অ্যাসিস্ট। ম্যানইউর হয়ে জিতেছেন কারবাও কাপের শিরোপা।
৭. রাফায়েল লিয়াও (পর্তুগাল/এসি মিলান)
২০২২-২৩ মৌসুমে এসি মিলানের হয়ে ১৫ গোলের পাশাপাশি করেছেন ৮ অ্যাসিস্ট। আর্জেন্টিনার হয়ে জিতেছেন ফুটবল বিশ্বকাপ, কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানার শিরোপা।
৮. লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা/ইন্টার মিলান)
২০২২-২৩ মৌসুমে ইন্টার মিলানের হয়ে ২৯ গোলের পাশাপাশি করেছেন ১২ অ্যাসিস্ট। আর্জেন্টিনার হয়ে জিতেছেন ফুটবল বিশ্বকাপ, কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানার শিরোপা।
৯. ক্রিষ্টোফার এনকুকু (ফ্রান্স/চেলসি)
আরবি লাইপজিখের হয়ে ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতায় ৩৫টি গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেছেন ফ্রান্স তারকা। নতুন মৌসুমে তিনি চেলসিতে যোগ দিয়েছেন। চার মৌসুমে লাইপজিখের হয়ে এ ফরোয়ার্ড ৭০ গোল ও ৪৫টি অ্যাসিস্ট করেছেন।
১০. নেইমার জুনিয়র (ব্রাজিল/পিএসজি)
২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতায় ২৯টি ম্যাচ খেলে ১৮টি গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান পোস্টারবয়। যার মধ্যে রয়েছে এমবাপ্পের ৫টি ও মেসির তিনটি গোলে সহায়তা। ইউরোপের বিগ ফাইভে মাত্র দুজন খেলোয়াড় লিগ খেলায় প্রতি ৯০ মিনিটে ১.১১ এর বেশি গোল এবং অ্যাসিস্ট করেছেন। নেইমার ছাড়া আরেকজন হলেন ম্যানচেস্টার সিটির আরলিং হালান্ড।