হাটহাজারী পৌর এলাকার একটি মাদ্রাসায় নুসরাত জাহান জ্যোতি নামে ৯বছর বয়সি এক ছাত্রীকে বেদম পিটিয়েছে মহিবুল্লাহ নামে ওই মাদ্রাসার এক শিক্ষক। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম হওয়া ওই ছাত্রী রাত্রে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে শরীরে কাপুনি দেয়। মা কন্যার কাপড় পাল্টাতে গেলে এ দৃশ্য ধরা পড়ে। ফক্সে আক্রান্ত হয়ে মাদ্রাসা না যাওয়ার কারণে এক বছর আগেও ওই ছাত্রীকে বেদম পিটুনি দেয় এক হুজুর। মেয়েটির পরিবার এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। আসলে এ ধরণের ঘটনা শুধুমাত্র মাদ্রাসায় নয়, বিভিন্ন কিণ্ডার গার্টেন স্কুল ও প্রাথমিক বিদ্যালয়েও হয়ে থাকে। এছাড়া বছর পূর্বে পৌর এলাকার ভিন্ন একটি মাদ্রাসায় এক ছাত্রকে আছাড় দিয়ে পা ভেঙ্গে দেয় এক হুজুর। ওই ঘটনায় ছাত্রটির পায়ের হাড়ে তিনটি ফাটল ধরা পড়ে এক্সরেতে। প্রতিষ্ঠান নয়, বেদম প্রহার করা শিক্ষক বা হুজুর নামে এসব পাষণ্ডদের বিরুদ্ধে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার দরকার রয়েছে বলে মনে করেন সকলেই।