সিরিয়া নিয়ে কিছু প্রশ্ন

সিরিয়াতে বিরাজমান যুদ্ধ নিয়ে পক্ষে ও বিপক্ষে অনেক বিতর্ক রেয়েছে। আসুন দেখি কিছু প্রশ্নের জবাব খুজি।

১)সিরিয়াতে বাশার বিরুধী যুদ্ধ যারা করছে তারা কারা?
২)পুরু দুনিয়া থেকে কতজন সন্ত্রাসী সিরিয়া নিয়ে জড়ো করা হয়েছে?
৩)মোট কয়টা দল সিরিয়াতে বাশার বিরুধী যুদ্ধে লিপ্ত?
৪) আপনাদের মতে আসাদ একজন শিয়া,সিরিয়া যুদ্ধের প্রথমদিন কতজন মানুষ মারা গিয়েছিল এবং তারা কারা?
৫)সেই হত্যাকান্ডে তদন্তে জাতীপুঞ্জের একটা কমিটি হয়েছিল,সেই কমিটির রিপোর্টে কি ছিল?
৬)সিরিয়ান সেনাবাহিনীর অফিসার থেকে সৈনিক পর্যন্ত কত % শিয়া?
৭) সিরিয়ান বিদ্রুহিদের অস্র এবং অর্থের যোগান দাতা কারা?
৮)ফ্রি সিরিয়ান আর্মি কারা? ৯)তুর্কি কেন সিরিয়ান বিদ্রোহে তেল ঢেলেছে?
১০)তুর্কি সিরিয়া বর্ডারে অবস্থিত সিরিয়ান রিফিউজিদের ক্যাম্পকে রিফিউজি মর্যাদা কেন দেওয়া হয়নি? কেন সেটার দায়িত্ব সৌদি ইসলামিক রিলিফকে ছেড়ে দেওয়া হয়েছিল?
১১) আইএসকে তুর্কির অস্র সরবরাহের তথ্য ফাঁসের জন্য কেন দুইজন তুর্কি সাংসদকে গ্রেফতার করা হয়েছিল?
১২) সৌদি-আমিরাত-ইজরায়েলের কাছে ব্রাদারহুড সন্ত্রাসী সংগঠন।মিশরে ব্রাদারহুডের নির্বাচিত সরকারকে হটাতে এরা ১০ বিলিয়ন ডলার খরচ করেছিল।সেই সৌদি-কাতার-ইজরায়েল এক্সিস সিরিয়াতে ব্রাদারহুডকে অস্র এবং অর্থ সরবরাহ করছে?কিন্তু কেন?
১৩)সিরিয়াতে কেমিক্যাল এটাকের সংবাদগুলু কারা প্রচার করছে?
১৪)কেমিক্যাল এটাকের তদন্তের জন্য জাতিপুঞ্জ কেন বহুদলিয় কোন সরাসরি তদন্তে রাজি নয়?
১৫) সিরিয়াতে হত্যা/কেমিক্যাল এটাকের সংবাদের সোর্স কি?
১৬)হোয়াইট হেলেমেট এবং সিরিয়ান অব্জারভেটরি ফর হিউম্যান রাইটস কে গঠন করেছে এবং এগুলু কারা চালায়?
১৭)সিরিয়াতে আসাদ জনপ্রিয় কি নিগৃহীত এটা আপনারা কিভাবে মাপেন?
১৮) বিদ্রুহী সন্ত্রাসীরা কেন আসাদ বিহীন জাতীপুঞ্জের তত্ত্বাবধানে নির্বাচনে রাজি নয়?
১৯)সিরিয়াতে ইরানের কি স্বার্থ জড়িত?সৌদি/আমিরাত/ইজরায়েলের কি স্বার্থ জড়িত?
২০)সিরিয়ার পরমানু স্থাপনায় হামলা করেছিল কে? কাদের সাহায্যে সেই হামলা করা হয়েছিল?
২১)ধরে নেন আজকে আসাদ ক্ষমতা ছেড়ে দিল,তাহলে কি হতে পারে সিরিয়াতে?
২২)স্বায়ত্তশাসন দাবির কারনে তুর্কিতে কুর্দিয়া সন্ত্রাসী হলে অস্র হাতে তুলে নেওয়ার কারনে সিরিয়ান বিদ্রুহিরা সন্ত্রাসী কিনা?
২৩)সিরিয়ান মানচিত্রের দিকে কখনো তাকিয়ে দেখেছেন কিনা?
২৪)মার্কিন প্রস্তাবিত মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র দেখছেন কিনা?
২৫)সেই মানচিত্র বাস্তবায়নে বাধা কারা কারা???
২৬) হিজবুল্লাহ কারা,কখন তাদের উত্থান এবং কেন??
২৭)মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব কি রাজনৈতিক নাকি শিয়া সুন্নি??
২৮)শিয়া সুন্নি দ্বন্দ্ব হলে সালেহ কিভাবে সৌদির বন্ধু ছিল??শাহ কিভাবে সৌদির বন্ধু ছিল?
২৯) একটা দেশের ৭০ ভাগ জনগোষ্ঠী যদি কোন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে সে টিকতে পারে কিনা?
৩০) যে ব্রাদারহুড আসাদের বিরুদ্ধে অস্র তুলে নিল সেই ব্রাদারহুডের মিশরে ভুমিকা কি?
৩১)মিশরে অস্র তুলে নেওয়া কি নাজায়েজ নাকি আসাদের অপরাধ সে শিয়া?
৩২)সিরিয়ার যুদ্ধ বন্ধ নিয়ে ২০১২ সালের সম্মেলনে কেন সৌদি-আমিরাত উপস্থিত থাকতে রাজি হয়নি?
৩৩)কেন ২০১১ সালে সৌদি-আমিরাত-কাতার সিরিয়াতে ৩৩০ মিলিয়ন ডলার ব্যায় করেছে এবং কার পিছনে?
৩৪) হোয়াইট হেলমেটকে কেন কোটি কোটি ডলার দেওয়া হচ্ছে?এই টাকার হিসেব কই?
৩৫) কেন হোয়াইট হেলমেটের প্রধানকে নিরাপত্তার হূমকী বিবেচনায় আমেরিকাতে ঢুকতে দেওয়া হয়নি?
৩৬) কেন হোয়াইট হেলমেটের মত একটা সংগঠনকে একাডেমি এওয়ার্ড দেওয়া হল?

Courtesy: Mohammed Mostafa Ripon

some critical questions about syria
Comments (0)
Add Comment