অনেকটা হঠাৎ করেই পুনর্গঠিত হল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ড. অনুপম সেনকে পরিচালনা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। মোশাররফ এর আগে প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। অন্যদিকে সদস্য সচিব পদ থেকে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলকে সরিয়ে তার পরিবর্তে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সার্কিট হাউজে নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কমিটি পুনর্গঠন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
তিনি দেশী২৪.কমকে জানান, নির্বাচন পরিচালনা কমিটিতে দলের উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। কো-চেয়ারম্যান করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ. সালাম ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
এছাড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য করা হয়েছে।
বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও মহানগর, উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সেখানে চেয়ারম্যান মনোনীত করা হয় ড. অনুপম সেন ও সদস্য সচিব করা হয় ইব্রাহিম হোসেন বাবুলকে। একই সঙ্গে কো-চেয়ারম্যান করা হয় নগর আওয়ামী লীগের সব সহ-সভাপতিকে। এর আগে ইঞ্জিনিয়ার মোশাররফকে প্রধান সমন্বয়কারী করা হয় কেন্দ্র থেকে। সার্কিট হাউজে ওবায়দুল কাদেরের উপস্থিতিতে রোববারের বৈঠকে উক্ত কমিটি পুনর্গঠন করা হল।